নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

নিউজ ডেস্ক : নয়া পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মোস্তাফিজুর রহমান ও আব্দুল জলিল নামের দুই ব্যক্তি। তারা জানান, জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়াও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আরও বেশ কয়েকজন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে রনি ওরফে রবিন, মনির, রাশেদ ও আনোয়ার ইকবাল গুলিবিদ্ধ হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধডিএসইতে সামান্য বাড়লেও সিএসইতে সূচকের পতন
পরবর্তী নিবন্ধ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: প্রধানমন্ত্রী