মার্কেন্টাইল ব্যাংকের সচেতনতামূলক সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি : মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সিলেটে আরটিজিএসএর মাধ্যমে অটোমেটেড এফসি ক্লিয়ারিং সহজে নিষ্পন্ন করতে সচেতনতামূলক সেমিনার আয়োজন করে।

সম্প্রতি নগরীর একটি হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. মেজবাউল হক।

মার্কেন্টাইল ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ।

অটোমেটেড ক্লিয়ারিং নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের একই বিভাগের যুগ্ম পরিচালক মো. শাহিনুজ্জমান। মার্কেন্টাইল ব্যাংকের এফভিপি ও সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের প্রধান মো. আলমাস উদ্দিন আহমেদ আরটিজিএস বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সিলেট অঞ্চলের সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও গ্রাহকরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ঢাকা মহানগর প্রজেক্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধনাশকতার মামলায় বিএনপির পাঁচ নেতার হাজিরা