মাতারবাড়ি থেকে গ্রিডে যুক্ত হবে ১২শ’ মেগাওয়াট

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ প্রকল্পের ফলে ২০২৪ সালের শুরুতে ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরইমধ্যে দুটি জেটিসহ প্রকল্পের ৮৮ শতাংশ কাজ শেষ হয়েছে।

২০১৭’র আগস্টে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্র বন্দরের মোট আয়তন ১ দশমিক ৬৮ একর। প্রকল্পের বর্ধিত ব্যয় ৫১ হাজার ৮৫৪ কোটি ৮৮ লাখ টাকা। প্রতিদিন প্রায় সাড়ে ১০ হাজার মানুষ বিদ্যুৎ কেন্দ্র ও সার্বিক অবকাঠামো নির্মাণের কাজ করে যাচ্ছেন।

শিগগির এই বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে যাবে বলে জানান এই কর্মকর্তা।

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (তড়িৎ) মো. আবু রায়হান সরকার বলেন, “ এখানে প্রতিদিন ১০ হাজার মেট্রিক টন কয়লা দরকার হবে। আগামী বছরের মে মাসের পর বিদেশ থেকে কয়লা আসবে মাতারবাড়িতে। প্রাথমিকভাবে আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করবে সরকার।

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. মিজানুর রহমান বলেন, “ নির্ধারিত সময়েই মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে, আশাবাদী জেলা প্রশাসন।

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, “তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ৬শ’ ইউনিট এবং জুলাই মাসে দ্বিতীয় ৬শ’ মেগাওয়াটের ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে।

পূর্ববর্তী নিবন্ধখাদ্যশস্য রপ্তানিতে বেলারুশ ট্রানজিট ব্যবহার করতে পারে ইউক্রেন
পরবর্তী নিবন্ধ৫০ বছরে সর্বোচ্চ স্বর্ণের মজুদ বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর