নিউজ ডেস্ক : বগি লাইনচ্যুত হওয়ার আড়াই ঘণ্টা পর ময়মনসিংহে ট্রেন চলাচল সচল হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নাছিনারাবাদ এক্সপ্রেস ট্রেনটি কেওয়াটখালী যেতেই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
পরে খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।