নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমাইয়া আজিজ ২০২৩-২৫ মেয়াদের জন্যে বিজনেস অ্যান্ড প্রফেশনাল ওমেন্স ক্লাবের (বিপিডব্লিউ) নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
মূলত নারীদের ব্যবসার প্রসার, পেশাগত লিডারশিপ তৈরিতে পরামর্শ প্রদান, দেশে-বিদেশে প্রশিক্ষণ, নেটওয়ার্কিংসহ দক্ষতা বৃদ্ধিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে।
ব্যবসায়ী এবং পেশাজীবী নারীদের নিয়ে ১৯৬০ সালে গড়ে ওঠা সংগঠনটি ১০০টির বেশি দেশের ব্যবসায়ী ও পেশাজীবী নারীদের সঙ্গে কাজ করে। ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সংগঠনটি সমাজে অবস্থান তৈরি করা ও সামাজিক কাজে নিয়োজিত মহিলাদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ী এবং পেশাজীবী মহিলাদের আবাসনের ব্যবস্থা করে।
তারা গ্রামীণ এলাকার নারীদের ব্যাপকভাবে সহায়তা করে এবং তাদেরকে শহরে কাজ করার সুযোগ করে দেয়। পাশাপাশি তাঁদেরকে বৈশ্বিক পর্যায়ে অবস্থান তৈরী ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সহায়তা করে। নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে ব্যারিস্টার সুমাইয়া আজিজ আগামী দুই বছর নারী ব্যবসায়ী ও পেশাজীবীদের পারস্পরিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
আইনজীবী হিসেবে খ্যাতির পাশাপাশি সব সময়ই বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য ব্যবসায়িক ও পেশাদার প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশে তাদের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করেন সুমাইয়া আজিজ। তিনি যুক্তরাজ্যের লিঙ্কনস ইন সোসাইটির সদস্য। জাতীয় ও আন্তর্জাতিকভাবে নারীর অধিকারের জন্য অনেক নারী অধিকার ও ব্যবসায়িক সংগঠনেও সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
এর আগে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পাশাপাশি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের পরিচালনা পর্ষদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন সুমাইয়া আজিজ। তিনি জাতিসংঘের মানবাধিকার আইনজীবীদের আন্তর্জাতিক অংশে বৈশ্বিক সদস্য এবং বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক সংস্থার প্রতিনিধিত্বকারী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদস্য।