নিজস্ব প্রতিবেদক : স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপের চেয়ারম্যান হোসে ভিনয়্যালস দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর করেছেন। এর আগে ২০১৮ সালে প্রথম বাংলাদেশে এসেছিলেন তিনি। এদিকে করোনাকালীন বিরতির পর তৃতীয় সফরে এসেছে প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় দল।
শনিবার (১৭ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চারদিনের সফরে গত সপ্তাহে বাংলাদেশে আসেন হোসে ভিনয়্যালস। এ সফরে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ- এর এই বিস্তৃত নেটওয়ার্ক গঠনে ভূমিকা পালনকারী ক্লায়েন্টস, রেগুলেটরস, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থনীতিবিদ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সফরে তার মূল লক্ষ্য হলো- বাংলাদেশের সাম্প্রতিক প্রবৃদ্ধি, বাজার গতিশীলতার পরিবর্তন এবং ব্যাংকের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা। একই সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড কীভাবে বাংলাদেশকে ডিজিটালভাবে প্রভাবিত করছে, নিরপেক্ষ ও স্থিতিশীল বাণিজ্যিক পরিবেশ বজায় রেখেছে, ল্যান্ডমার্ক প্রকল্পগুলো সহজতর করছে এবং টেকসইতাকে ত্বরান্বিত করছে ইত্যাদি বিষয়ের ওপর হোসে বিশেষভাবে নজর দিয়েছেন।