এলপিজির দাম কমলো, ১২ কেজির সিলিন্ডার এখন ১২৩২

নিউজ ডেস্ক : দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ (সোমবার) থেকেই এ দাম কার্যকর হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল।

এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে বেশ কয়েক মাস ধরেই অস্থিরতার মধ্যে রয়েছে এই জ্বালানির দাম।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধপ্রাথমিকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী