স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জনতা ব্যাংকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদের নেতেৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এ সময় ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল এফসিএ, কে এম শামছুল আলম, জিয়াউদ্দিন আহমেদ, মোঃ আব্দুল মজিদ, মেশকাত আহমেদ চৌধুরী, ডিএমডিবৃন্দ, সিবিএ নেতৃবৃন্দ এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে মর্টগেজ ডাটা ব্যাংক ও মামলা ব্যবস্থাপনা সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধস্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা