তৃতীয়বারের মতো ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

নিউজ ডেস্ক : তৃতীয়বারের মতো ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী এক বছরের জন্য বাংলাদেশে ইয়ামাহার বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন তিনি।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে তৃতীয়বারের মতো ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন সাকিব। দুই বছর ধরে সাকিব ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে এসিআই মটরস-এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। চুক্তি সই শেষে সাকিবের হাতে ইয়ামাহার আরওয়ান৫এম ১৫৫ সিসি বাইক তুলে দেওয়া হয়।

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৯৯টি ৩এস (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসারা বিশ্বে ব্যাপক খাদ্যাভাব দেখা দেবে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধঢাকা ব্যাংকের ডিএমডি হলেন আখলাকুর রহমান