প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ তহবিলে সাউথ বাংলা ব্যাংকের অনুদান

নিজস্ব প্রতিবেদক: সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর গৃহহীন অসহায় মানুষের ঘর প্রদানে আশ্রয়ণ প্রকল্প-২ এ ১ (এক) কোটি টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এসময়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ (বিএবি)-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে তলব
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংকের বিশেষ সেবাদান কাউন্টার উদ্বোধন