লেনদেন কমেছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে রোববার (৫ ফেব্রুয়ারি) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১টি কোম্পানির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত আছে ১৬৫টির।

ডিএসইতে মোট ৫৮০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৩৪ পয়েন্টে, সিএসসিএক্স ৩১ পয়েন্ট কমে ১১ হাজার ১১০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১টি কোম্পানির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত আছে ৬২টির। দিন শেষে সিএসইতে ৭ কোটি ৩০ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুঁজিবাজারে ঋণের প্রবণতা বাদ দিতে হবে : বিএসইসি চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধশরিয়াভিত্তিক ব্যাংকগুলোর জন্য আরও তারল্য সুবিধা