ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি : দক্ষ মানবসম্পদ গড়ে উন্নত গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে নব নিযুক্ত ট্রেইনি এ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসারদের নিয়ে ৪১তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি ব‌্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। উদ্বোধনী বক্তৃতায় তিনি এ ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে সকলকে ব্যাংকিং কার্যক্রমে সচেতন ও যত্নবান হওয়ার জন্য পরামর্শ দেন। এ সময় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এ. কে. এম. আমজাদ হুসাইন ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের ৩৫ জন ট্রইনি এ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার অংশগ্রহণ করছেন।

পূর্ববর্তী নিবন্ধগুরুত্ব বিবেচনায় ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছে: গভর্নর
পরবর্তী নিবন্ধ‘এনপিএসবি বাংলা কিউআর ক্যাশব্যাক ক্যাম্পেইন’ চালু ব্যাংক এশিয়ার