এজেন্ট ব্যাংকিং বিষয়ে প্রিমিয়ার ব্যাংকের কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের লার্নিং, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এজেন্ট ব্যাংকিং ব্যবসার পরিধি এবং শাখা ব্যবস্থাপকদের জন্য শাখাগুলোর ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

লার্নিং, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান সাদিয়া মবিন হান্নানের পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন ইভিপি ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. আহসান উল আলম এবং ইভিপি ও ব্র্যান্ড র্মাকেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. তারেক উদ্দিনসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এসডিজি লক্ষ্য অর্জনের জন্য মূল জনগোষ্ঠীকে আর্থিক খাতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং বিরাট ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট অতিথিরা।

পূর্ববর্তী নিবন্ধমিঠামইনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধমেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বীমার কিস্তি দেওয়া যাবে নগদে