নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংক লিমিটেড এর ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের উদ্যোগে তিন দিনব্যাপী ‘Microsoft Power BI (Business Intelligence)’‘ মাইক্রোসফট পাওয়ার বিআই (বিজনেস ইনটেলিজেন্স) ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ২৭ ফেব্রুয়ারী, সোমবার সমাপনী দিনে ব্যাংকের প্রধান কার্যালয়স্থ আইটি ল্যাবে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম। ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের আইটি সার্ভিসেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পারসুমা আলম এবং প্রশিক্ষক হিসেবে ডি৫ লিমিটেড (D5 Limited) এর ডাটা এনালিস্ট মোঃ মাহাবুবুর রহমান।
প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের ৩৬ জন কর্মকর্তা প্রশিক্ষণটি সম্পন্ন করেন। এ প্রশিক্ষণের ফলে প্রশিক্ষণার্থীরা, ২০০+ সোর্স থেকে ডাটা আফলোড, রিয়েল টাইম ড্যাশবোর্ড আপডেট এবং তাৎক্ষণিক ওয়েব সাইটে ডাটা আফলোড করতে পারবে। এছাড়া ড্যাশবোর্ড এবং প্রতিবেদন করতে পারবে, যাতে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিতে সহজতর হবে; Data Cleansing করে বিভিন্ন ধরনের গ্রাফ (Graph) তৈরি করা সহজতর হবে।
উল্লেখ্য, Microsoft Power BI (Business Intelligence) হলো মাইক্রোসফটের সবচেয়ে শক্তিশালী টুল, এটি ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং ডেটা ভিজ্যুয়ালাইজেশনের একটি সফটওয়্যার। মাইক্রোসফটের Power BI প্ল্যাটফর্ম ডেটা বিশ্লেষণ এবং ভিজ্যুয়ালইজ করতে সহয়তা করে এবং এটি রিপোর্ট তৈরি করতে, Datasets ক্লিন ও মডিফাই, ডাটা মডেলিং, এডভান্সড এনালাইজ ইত্যাদি করতে সাহায্য করে।