৩ দিন বন্ধ থাকবে সায়েদাবাদ রেল ক্রসিং সড়ক

নিউজ ডেস্ক : কমলাপুরের সঙ্গে পদ্মা সেতুর রেল সংযোগের কাজ করছে রেলপথ মন্ত্রণালয়। এ জন্য রেলপথে ব্যাপক সংস্কার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর সায়েদাবাদ রেলওয়ে লেভেল ক্রসিংয়ে উন্নয়নকাজ চলবে। এ কাজে আগামী তিনদিন সড়ক বন্ধ রাখতে হবে।

গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

মানুষের ভোগান্তির কথা স্বীকার করে তিনি বলেন, পদ্মা সেতুতে রেল সংযোগ দেওয়ার জন্য কাজের সুবিধার্থে সড়ক বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২ মার্চ) মধ্যরাত থেকে রোববার (৫ মার্চ) ভোর ৬টা পর্যন্ত সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হবে।

এ কারণে জনগণকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

পথচারীদের ভোগান্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধহজ এজেন্সী হাব এর সদস্যবৃন্দের সাথে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধডলারের বিপরীতে রুপির দরপতন