বাংলাদেশ বিজনেস সামিটে অ্যাওয়ার্ড পেলো ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক : বাংলাদেশ বিজনেস সামিটে বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ পেলো ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান। এরমধ্যে ৫টি ক্যাটাগরিতে মোট ১১টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং অন্যদের লাইফ টাইম অ্যাওয়ার্ড দেওয়া হয়।

সোমবার (১৩ মার্চ) সামিটের সমাপনী অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

বিজনেস সামিট সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কাছ থেকে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড গ্রহণ করে। এসময় বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- বিজনেস লিডারশিপ ক্যাটাগরিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন, বিএসআরএম লিমিটেডের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য শিল্প খাতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলী, বাণিজ্য খাতে এনার্জি প্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, কৃষি প্রক্রিয়াজাতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সেবা খাতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

তরুণ উদ্যোক্তা ক্যাটাগরিতে বসুন্ধরা পেপারস মিলসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, বেস্ট উইমেন এন্টারপ্রেনার হিসেবে কারিগর’র ম্যানেজিং পার্টনার তানিয়া ওহাব, এসএমই খাতের ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের রাশেদুল করিম মুন্না ও ট্যাম্পাকো ফুয়েলস’র সাফিয়াস সামি আলমগীর।

এছাড়া লাইফ টাইম অ্যাওয়ার্ড পান এফবিসিসিআই’র প্রথম নারী পরিচালক ও বাংলা ক্রফট’র প্রতিষ্ঠাতা পরিচালক মালেকা খান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান এবং শিল্পী সাবিনা ইয়াসমিন।

পূর্ববর্তী নিবন্ধঅধিকাংশ কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এজিএম অনুষ্ঠিত