বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি: বাধ্যতামূলক হচ্ছে ডিপ্লোমা

নিজস্ব প্রতিবেদক : পদোন্নতি পেতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার এক বৈঠকে নেওয়া হয় এ সিদ্ধান্ত। বৈঠক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

সম্প্রতি ব্যাংকারদের দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র অফিসার ও তার উপরের পদে পদোন্নতি পেতে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রিকে বাধ্যতামূলক করা হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকে এতদিন সেটা আটকে ছিল। এখন থেকে অন্য ব্যাংকের মতো একইভাবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও পদোন্নতি পেতে হলে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। বর্তমানে যারা নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন তাদের আর এ ডিগ্রির প্রয়োজন হবে না। এর ফলে বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা পরিচালকদেরও পদোন্নতির ক্ষেত্রে লাগবে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি।

পর্ষদ সভায় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স পেয়েছে ‘নগদ’।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পরিচালনা পর্ষদের সভায় নগদ ফাইন্যান্স পিএলসিকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্যন্ত ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছে। এখন যারা নির্বাহী পরিচালক রয়েছেন তাদের ডিপ্লোমার প্রয়োজন হবে না।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের গ্রীণ রোড কর্পোরেট শাখা নতুন ভবনে কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধটাঙ্গাইলে প্রান্তিক কৃষকদের ‘এবি ব্যাংক স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ