কোথাও কোথাও আগুন জ্বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার ২৯ ঘণ্টারও বেশি পার হয়েছে। এখনও জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এখনও মাঝে মাঝেই আগুন জ্বলতে দেখা যাচ্ছে, তবে নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে বঙ্গবাজারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সারাদিন, সারারাত আমরা কাজ করেছি। এখনও প্রত্যেকটি পয়েন্টে আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছে। আগুন এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এতো পরিমাণ বেশি পরিমাণ মালামাল গাদাগাদি করে রাখা যে সেগুলো বের করতে কষ্ট হচ্ছে। অনেক কর্মী ক্লান্ত হয়ে পড়ছেন। ফলে আমাদেরকে পরিবর্তন করে দিতে হচ্ছে এবং কাজ করতে সময় লাগছে।

তিনি জানান, এনেক্সকো টাওয়ারের মালামাল সরানো হচ্ছে। এখনও মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যাচ্ছে আগুন। মালামাল রাখার কোনো ব্যবস্থাও নেই। ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে।

মালামাল সম্পূর্ণ বের করতে পারলেই আগুন সম্পূর্ণ নির্বাপণ করা যাবে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের সদস্যদের আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের আটজন সদস্য আহত হন। তাদের দুইজন এখনও শঙ্কা মুক্ত নয়।’এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইলেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আলতাফ হুসাইন