নিউজ ডেস্ক : এনসিসি ব্যাংক এর শরীআহ্ সুপারভাইজরী কমিটির দ্বিতীয় সভা রোববার এনসিসি ব্যাংক ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
শরীআহ্ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবু নোমান মো. রফীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার এবং ভাইস-চেয়ারম্যান মিসেস সোহেলা হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় শরীআহ্ কমিটির ভাইস-চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমাদ, অন্যান্য সদস্য ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ ও শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদসহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফীন, এসইভিপি ও কোম্পানী সচিব মো. মনিরুল আলম এবং এসভিপি ও ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান আবুল কাসেম মো. ছফিউল্লাহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনসিসি ব্যাংক ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে ইসলামী ব্যাংকিং চালু করেছে এবং সভায় এনসিসি ইসলামিক ব্যাংকিং এর বিভিন্ন ধরনের আমানত ও বিনিয়োগ সেবাসমূহ নিয়ে আলোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।