ইসলামী ব্যাংকের তিন জোনের ব্যবসা উন্নয়ন সম্মেলন

নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রাজশাহী, যশোর ও সিলেট জোনের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মুহাম্মদ শাব্বির ও মো. আকিজ উদ্দীন।

এ সময় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, মিজানুর রহমান, মো. মাকসুদুর রহমান, জি. এম. মোহা. গিয়াস উদ্দিন কাদের, এ.এস.এম রেজাউল করিম, মো. রফিকুল ইসলাম ও মিফতাহ উদ্দীনসহ সংশ্লিষ্ট জোনগুলোর প্রধান, শাখাপ্রধান ও উপ-শাখার ইনচার্জরা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধ৫ দিনের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম
পরবর্তী নিবন্ধচাহিদা বাড়ায় চিনির দাম বেড়ে গেছে: বাণিজ্যমন্ত্রী