
নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম মাসে জুলাই ও দ্বিতীয় মাস আগস্টে টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল। এরপর টানা ৬ মাস কেটে গেলে দুই বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছাতে পারেনি রেমিট্যান্স। অবশেষে অর্থবছরের নবম মাস মার্চে এসে আবারও ঘুরে দাঁড়ায় রেমিট্যান্স। অতিক্রম করে দুই বিলিয়ন ডলারের মাইলফল।
এদিকে চলতি মাস এপ্রিল রেকর্ড রেমিট্যান্স আসছে দেশে। মাসটির ১৪ দিনে এল ৯৫ কোটি ৮৬ লাখ ডলার ৯০ হাজার ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রার (প্রতি এক ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ১০ হাজার ২৫৭ কোটি টাকা। আর প্রতিদিন আসছে ৬ কোটি ৮৫ লাখ ডলার ৭৩২ কোটি ৬৪ লাখ টাকা।