শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক : কয়েকদিন টানা উত্থানের পর রোববার (৩০ এপ্রিল) শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৬ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে ২ হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৪২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৪টি কোম্পানির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত আছে ২০০টির।

ডিএসইতে মোট ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ১০ পয়েন্ট কমে ১১ হাজার ৫৪ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৬০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২০৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩১টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত আছে ১১৭টির। দিন শেষে সিএসইতে ৬ কোটি ৬১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইজারা সুকুক বন্ড লেনদেন হবে শেয়ারবাজারে
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংকের বিদায়ী এবং নবাগত এমডিকে শুভেচ্ছা