ইসলামিক শাখা খুলেছে ডিবিএইচ ফাইন্যান্স

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে অর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এর পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড মার্কেটস (ডিএফআইএম) থেকে ইসলামীক শাখা খোলার অনুমতি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিবিএইচ ফাইন্যান্স গত ৭ মে ইসলামিক শাখার কার্যক্রম চালু করেছে। কোম্পানিটির বিদ্যমান ১৪টি শাখা রয়েছে। এই ১৪টি শাখা থেকেই গ্রাহকরা ইসলামিক সেবা নিতে পারবে।

প্রসঙ্গত, ২০০৮ সালের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ডিবিএইচ ফাইন্যান্স। বর্তমানে ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১৯৪ কোটি ৯৯ লাখ টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ৩৬৪টি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ হিসাব অনুযায়ী কোম্পানির উদ্যোক্তা পরিচালকের হাতে ৫১.৩২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৮.৮৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১৮.১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১১.৬৫ শতাংশ শেয়ার রয়েছে। সোমবার (১৫ মে) কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫৬.৭০ টাকায়।

পূর্ববর্তী নিবন্ধ২০০ কোটি টাকার বন্ড ছাড়বে লংকাবাংলা ফাইন্যান্স
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ