প্রেস বিজ্ঞপ্তি : পূবালী ব্যাংক ৬৫ বছরে পদার্পণ করল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি ব্যংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী প্রধান। এছাড়া, নেতৃস্থানীয় অন্য কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
১৯৫৯ সালে চট্টগ্রামের টেরিবাজারে দ্য ইস্টার্ণ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নামে ব্যাংকটির যাত্রা শুরু। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ জারির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য ইস্টার্ণ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডকে জাতীয়করণ করেন ও ব্যাংকটির নাম দেন পূবালী ব্যাংক।
তবে এরপর ১৯৮৩ সালে তৎকালীন সরকারের এক আদেশে পূবালী ব্যাংক বিরাষ্ট্রীয়করণ করা হয়। একই সঙ্গে সরকারি আদেশে একে একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়।
বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির ৫০০টি শাখা, ১৫২টি উপশাখা, ১৭টি ইসলামি ব্যাংকিং উইন্ডো আছে। আর কর্মী আছেন প্রায় ৯ হাজার।