ইনটেকের নতুন চেয়ারম্যান আতিকুল আলম চৌধুরী

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আতিকুল আলম চৌধুরী।

সোমবার (২৯ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইনটেক লিমিটেডের ভাইস চেয়ারম্যান আতিকুল আলম চৌধুরীকে পরিচালনা পর্ষদ সদস্যরা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। এখন থেকে তিনি কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এদিকে সম্প্রতি ইনটেক লিমিটেডের আগের চেয়ারম্যান ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব পদত্যাগ করেছেন। তার পরিবর্তে নতুন চেয়ারম্যান হিসেবে আতিকুল আলম চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে। তবে ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী নিবন্ধসংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে বাংলাদেশ ফাইন্যান্সের অনুদান