ফেনিতে লরি-পিকআপের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

ফেনি প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর কাজির দীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার হোমনা উপজেলার সোয়ারামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিমুল (৩০) ও তার স্ত্রী ইয়াসমিন (২৮) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের বাকের মিয়ার ছেলে পিকআপচালক আবু সাঈদ (২৯)। KSRM
একই ঘটনায় দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপের হেলপার সাগর (২২) আহত হয়েছেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে বাসার মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে কুমিল্লায় যাচ্ছিলেন শিমুল ও ইয়াসমিন। পথে একটি মালবাহী লরি পেছনে ধাক্কা দেয় তাদের বহনকারী পিকআপটি। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী-স্ত্রী ও পিকআপচালক সাঈদের।

আহত দু’জনকে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস। আর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে মৃতদেহগুলো।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন