শায়েস্তাগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আহতরা সবাই বাসের যাত্রী।

রোববার (৪ জুন) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ জন সিএনজিচালক ও যাত্রী। তারা হলেন অটোরিকশা যাত্রী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার লঘু চৌধুরীপাড়া আজির হোসেনের ছেলে মো. জিয়াউল হোসেন (৩৫), আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. মুছা মিয়া (৭০), চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে চালক রফিক মিয়া (৩৬)।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক কামাল ও এসআই রফিকুল ইসলাম জানান, হবিগঞ্জ থেকে ঢাকায় ছেড়ে যাওয়া মডার্ণ বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৩ যাত্রী নিহত হন। এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে বাসে থাকা ১০ যাত্রী আহত হন।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানালেন ডিএসই
পরবর্তী নিবন্ধআমদানির পেঁয়াজ আসলেই দাম অর্ধেকে চলে আসবে: বাণিজ্যমন্ত্রী