নিজস্ব প্রতিবেদক : রবিবার (০৪ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে। এদিন শেয়ারবাজারটিতে লেনদেনে বড় উত্থান হয়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ১ হাজার ২৫৪ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত ৭ মাসের সর্বোচ্চ। এর আগে গত বছরের ৮ নভেম্বর আজকের থেকে বেশি বা ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৭টির এবং কমেছে ১০০টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ১৭৩টির।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৯৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৩ পয়েন্টে।
অপরদিকে সিএসইতে রবিবার লেনদেন হয়েছে ২১ কোটি ৯৫ লাখ টাকা শেয়ার ও ইউনিট। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১টির, কমেছে ৬৭টির এবং পরিবর্তন হয়নি ৯২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭৯২ পয়েন্টে।