ডিবিএইচ ফাইন্যান্সের ক্রেডিট রেটিং প্রকাশ

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

সোমবার (৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) সার্ভিল্যান্স রেটিংস অনুযায়ী ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-১’।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এ রেটিংয়ের মেয়াদ ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলংকাবাংলা সিকিউরিটিজের এলিফ্যান্ট রোড কার্যালয় এক্সটেনশনের উদ্বোধন ও কর্মশালা
পরবর্তী নিবন্ধনোয়াখালীতে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত