নিজস্ব প্রতিবেদক : মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারপারসন নিলুফা জাফরউল্লাহর সভাপতিত্বে সাধারণ এবং প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডাররা এতে অংশ নেন।
সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালকবৃন্দ, উদ্দ্যোক্তাবৃন্দ, নিরীক্ষক এবং ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার সংযুক্ত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জহিরুল ইসলাম এবং কোম্পানি সচিব খালিদ মোহাম্মদ শরীফ সভায় যুক্ত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালে ব্যাংকের পরিশোধিত মূলধন ৬৩৯.৬৭ কোটি টাকার উপর শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) অনুমোদন করা হয়।
গত ৩১ ডিসেম্বর তারিখে ব্যাংকের শেয়ারহোল্ডারদের মোট ইকুইটি ছিল ৭৬৪.৬৫ কোটি টাকা। এছাড়াও সভায় ৩১ ডিসেম্বর ভিত্তিক ব্যাংকের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণীসহ অন্যান্য এজেন্ডাভুক্ত বিষয়সমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।