৭ দিন বন্ধ থাকবে সোনাহাট বন্দরের আমদানি-রপ্তানি

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম সাতদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সোমবার (২৬ জুন) বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে ২৬ জুন থেকে ২ জুলাই বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়।

সোনাহাট বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, ৩ জুলাই সোমবার থেকে পুনরায় স্থলবন্দরের সব কার্যক্রম চালু করা হবে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএপিএ চুক্তি বাস্তবায়নে আবারও প্রথম সোনালী ব্যাংক
পরবর্তী নিবন্ধহিলি বন্দর থেকে ভারতীয় মহিষের মাংস ছাড়ের নির্দেশনা চেয়ে রিট