নিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও খাদ্য খাতের কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়লেও বাকি সব খাতের শেয়ারের দাম কমেছে। তাতে ঈদ পরবর্তী দ্বিতীয় কর্মদিবস সোমবার (৩ জুলাই) পুঁজিবাজারে দরপতন হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও সূচক। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর ফলে গত দুই কর্মদিবস পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতায় লেনদেন হলো।
আজ দিনের প্রথম দুই ঘণ্টা সূচক ওঠানামার মধ্যদিয়ে লেনদেন চললেও শেষ আড়াই ঘণ্টা লেনদেন হয়েছে শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে। এতেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, আজ বাজারটিতে ৩৭১ প্রতিষ্ঠানের মোট ১৯ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৫৫৩ টাকার শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ৭৩ লাখ ২৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫০টির। তার বিপরীতে কমেছে ১৪৬টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক দশমিক ৪২ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুডের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে টিউলিপ সি পার্লের শেয়ার। পরের তালিকায় রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার।
এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে- জেএমআই হসপিটাল, আলিফ ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ, ইন্ট্রাকো রিফুয়েলিং, খান ব্রাদার্স পিপি ওভেন ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩০ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৭০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন সিএসইতে ২০৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ৭৫টির দাম।
দিন শেষে সিএসইতে ১১ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৩৪৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।