নিউজ ডেস্ক : ভারতের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার ও বন্দরের ভেতরের কার্যক্রম চালু রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন বলেন, ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কারণে সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।
ভোট শেষে আগামীকাল রবিবার পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে।