তিন মাসের মধ্যে ওএসএসে ১০০ সেবা দেবে বিডা

নিউজ ডেস্ক : আগামী দুই-তিন মাসের মধ্যে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) থেকে ১০০টি বিনিয়োগ সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। চলতি অর্থবছরের মধ্যেই বিডা’র ওএসএসে ১৫৪টি সেবা পাওয়া যাবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রংপুর শহরে আরডিআরএস মিলনায়তনে বিডা’র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিডা‘র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান জানান, বর্তমানে নিজস্ব ২০টি সেবাসহ অন্যান্য ২৩টি প্রতিষ্ঠানের ৬৭টি সেবা দিচ্ছে বিডা। আরও ৪৩টি প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। শিগগির আরও ৯টি প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ স্বাক্ষর করা হবে।

বিনিয়োগকারীদের উদ্দেশে লোকমান হোসেন মিয়া বলেছেন, ‘ডিজিটাল সেবা নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে বিনিয়োগকারীদের। সেবা প্রদানের সুযোগ তৈরি করে কোনো লাভই হবে না, যদি উদোক্তারা বিডার এসব সেবা না নেন।’

তিনি বলেন, ‘অনেক ব্যবসায়ী অভিযোগ করেন যে, ব্যবসা শুরু করতে ভিয়েতনামে ২৯ দিন, ইন্দোনেশিয়ায় ৩৫ দিন, ভারতে ৬০ দিন লাগে আর বাংলাদেশে অনেক বেশি সময় লাগে। এখন বিডা থেকে সেবা নিলে দ্রুত ঝামেলামুক্তভাবে ব্যবসা শুরু করা যাবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন বলেন, ‘আমরা এখানে মিলিত হয়েছি বিডার ওএসএস সেবাগুলো সবার সামনে তুলে ধরার জন্য। আপনারা যদি বিনিয়োগ সেবাগুলো বিডার মাধ্যমে গ্রহণ করেন, তাহলে আপনাদের সময় ও ব্যয় দুটোই কমবে। বিনিয়োগের ক্ষেত্রে যাবতীয় প্রতিকূলতা, প্রতিবন্ধকতা দূর করে সব সময় বিনিয়োগকারীদের পাশে থাকবে বিডা।’

বিডা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. আজিজুল ইসলাম মিন্টু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. গোলাম জাকারিয়া পিন্টুসহ রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাজারে আলু ও সবজি দাম চড়া, স্বস্তি মুরগিতে
পরবর্তী নিবন্ধশ্যামলীতে ওয়ালটন মোবাইলের নতুন ব্র্যান্ড শপ ‘এ জে টেলিকম’