শ্রমিকদের অবরোধে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে রেলওয়ের নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের অষ্টম শ্রেণি পাস বহাল রাখার দাবিতে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের মুখে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রোববার (১৬ জুলাই) সকালে রাজধানীর কারওয়ানবাজারের এফডিসি রেলগেট এলাকায় ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে তিতাস কমিউটার ট্রেন আটকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

রেলশ্রমিকদের দাবি, বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের অষ্টম শ্রেণি পাস বহাল রাখার দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

অবস্থান কর্মসূচিতে থাকা রেলওয়ে শ্রমিকরা জানান, গত ১ জুলাই থেকে তাদের চাকরি থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী দুই মাস জুলাই এবং আগস্ট মাসে বিনাবেতনে চাকরি করতে হবে। শ্রমিকদের অনেকেই এখন অভিজ্ঞ। কিন্তু তারপরও তাদের বাদ দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়া হবে। এতদিন রেলওয়েতে সার্ভিস দিলেও রেলওয়ে তাদের মূল্যায়নই করছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, আমরা সকাল ১০টায় খবর পেয়েছি যে, এফডিসি সিগন্যালে রেললাইন অবরোধ করে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রেলওয়ে পুলিশের সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধআইসিটি ঝুঁকি: ব্যাংকগুলোকে গাইডলাইন পরিপালনের নির্দেশ