হিলিতে পেঁয়াজের কেজি ২২ টাকা

দিনাজপুর প্রতিনিধি : আমদানি বাড়ায় ও ক্রেতা কম থাকায় দিনাজপুরের হিলি বন্দর বাজারে কমে গেছে পেঁয়াজের দাম। প্রকার ভেদে পাইকারি বাজারে পেঁয়াজ বেচাবিক্রি হচ্ছে ২২ থেকে ২৬ টাকা কেজি দরে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, প্রকার ভেদে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৬ টাকা কেজি দরে। আবার খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে।

হিলি বাজারে আসা ক্রেতা রজব আলী বলেন, বাজারে বর্তমান সব ধরনের পণ্যের দাম বেশি। তবে পেঁয়াজের দাম অনেক কম। পেঁয়াজ কম দামে কিনতে পারায় অনেক ভাল হচ্ছে আমাদের।

সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, ২২ থেকে ২৬ টাকা কেজি দরে পেঁয়াজ পাইকারিতে নিচ্ছি। তা ২৬ থেকে ৩০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছি।

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল আলম বলেন, বাজারে পেঁয়াজের বেচাবিক্রি একেবারে নেই। আবার ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক আছে। যার কারণে পেঁয়াজের দাম কমে গেছে।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
পরবর্তী নিবন্ধযে যত পরামর্শ দিক, দেশটা আমাদের: প্রধানমন্ত্রী