নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে সকল ব্যাংকসমূহকে ৯টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনাসমূহ হলো,
- ১৫ আগস্ট ব্যাংক ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।
- ১ আগস্ট থেকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ।
- -ব্যাংক ভবনসমূহে বিশেষ ব্যানার-ফেস্টুন স্থাপন এবং ১৫ আগস্টে শ্রদ্ধা নিবেদন করা।
- ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জাতীয় শোক দিবস পালনের বিষয় আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করে গুরুত্ব সহকারে আলোচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
- বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ১৫ আগস্ট বা সুবিধাজনক তারিখ ও সময়ে আলোচনা সভার আয়োজন।
- স্বীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনাপূর্বক অসহায় ও দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা বা খাদ্য সামগ্রী প্রদান।
- ব্যাংকের নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী নিজ কার্যালয়ে বা সুবিধাজনক স্থানে বৃক্ষ রোপণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বৃক্ষরোপণের আহ্বান জনিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠানো।
- নিজস্ব ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকলে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন।
- আয়োজিত সকল অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করে তা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন নিশ্চিত করা।