মুনাফা বেড়েছে ইসলামী ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের। কোম্পানিটির এপ্রিল থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

রোববার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬৯ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৬ পয়সা।

অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে শেয়ার প্রতি আয় বেড়েছে ১৩ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়ায়, চলতি বছরের অর্ধবার্ষিকীতেও মুনাফা বেড়েছে কোম্পানিটির। অর্ধবার্ষিকে তথা গত ৬ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩০ পয়সা। যা ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে ছিল ১ টাকা ২৬ পয়সা।

মুনাফা বাড়ার প্রান্তিকে ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৬০ পয়সা। যা ৩১ ডিসেম্বর ২০২২ সালে পর্যন্ত সময়ে ছিল ১৯ টাকা ১৮ পয়সা। অর্থাৎ কোম্পানির সম্পদ মূল্যও বেড়েছে।

তাতে ৪১ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকার পরিশোধিত মূলধনের কোম্পানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪ কোটি ৫১ লাখ ৩০ হাজার ৩৬২ টাকা।

বর্তমানে কোম্পানিটির ৪ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ২১৫টি শেয়ার রয়েছে। এই শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২২ সালে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছ। তার আগের বছরও সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়।

কোম্পানিটির শেয়ার বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয়েছে ৫৫ টাকা ১০ পয়সায়।

পূর্ববর্তী নিবন্ধজাহাজ শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: শিল্পমন্ত্রী
পরবর্তী নিবন্ধপঞ্চম দফায় আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী