নিউজ ডেস্ক : মশা মারতে চলতি অর্থবছরে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে ৩৮ কোটি ৫০ লাখ টাকা দিয়ে মশা নিধনে ব্যবহৃত কীটনাশক কেনা হবে। বাকি আট কোটি ২৫ লাখ টাকা যন্ত্রপাতি কেনা ও পরিবহণ খাতে ব্যয় করা হবে। গত অর্থবছরে এ খাতে তারা খরচ করেছে প্রায় ৩১ কোটি টাকা।
সোমবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয়ের মেয়র হানিফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।
সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটির ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। চলতি অর্থবছরের জন্য ছয় হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। এর আগে গত ১৩ জুলাই বোর্ড সভায় ঘোষিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকাবাসীর জীবনযাত্রায় অন্যতম প্রতিবন্ধকতা মশক, বিশেষত এডিস মশার বিস্তার। তাই দায়িত্বভার গ্রহণের পর মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ও ব্যবস্থাপনায় আমরা আমূল পরিবর্তন এনেছি। শুরু করা হয়েছে বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। নতুন এ কার্যক্রমের আওতায় পর্যাপ্ত লোকবল নিয়োগ, মানসম্পন্ন কীটনাশক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় ও মাঠপর্যায়ে সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।’
মেয়র তাপস বলেন, ‘পরিচ্ছন্নতা কার্যক্রমে দক্ষিণ সিটি এবার বরাদ্দ রেখেছে ৩০ কোটি টাকা। এ ছাড়া নাগরিকদের বিনোদনমূলক সুবিধা বাড়াতে এবার ১৪ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।’
ঢাকা দক্ষিণ সিটি বিগত বছরগুলোর মধ্যে এবারই সর্বোচ্চ রাজস্ব আদায় করেছে। এ বিষয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি ২০২০-২১ অর্থবছরে বছরে ৭০৩ কোটি ৩১ লাখ টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৮৭৯ কোটি ৬৫ লাখ টাকা রাজস্ব আহরণ করেছে। আমরা আগের বছরগুলোর রাজস্ব আদায়ের সব মাইলফলক অতিক্রম করে হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের নতুন ইতিহাস গড়তে সমর্থ হয়েছি। ২০২২-২৩ অর্থবছরে করপোরেশনের ইতিহাসে সর্বোচ্চ এক হাজার ৩১ কোটি ৯৭ লাখ টাকা রাজস্ব আদায় করেছি।’
বাজেট ঘোষণার অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, করপোরেশনের বিভাগীয় প্রধান ও আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।