পুঁজিবাজার সম্পর্কে ধারণা নিতে ইডিইউ শিক্ষার্থীদের সিএসই পরিদর্শন

নিউজ ডেস্ক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চট্টগ্রাম কার্যালয় পরিদর্শন করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী। পুঁজিবাজার সম্পর্কে বাস্তব ও প্রায়োগিক ধারণা এবং জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে শিক্ষার্থীরা মঙ্গলবার (১ আগস্ট) সিএসই পরিদর্শন করেন।

সিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই প্রতিনিয়তই এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ ও স্বাগত জানিয়ে আসছে।

অনুষ্ঠানে সিএসই’র কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদী হাসান, হেড অব লিস্টিং কমপ্লায়েন্স, ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট একেএম শাহরোজ আলম, হেড অব ইন্সপেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট আরিফ আহমেদ, হেড অব কর্পোরেট ফাইন্যান্স মোহাম্মদ নাজমুল হোসেন এবং ট্রেক বিভাগের ম্যানেজার আদনান আব্দুল রাকিব।

অধিবেশন পরিচালনা করেন হেড অব ট্রেনিং অ্যান্ড এওয়্যারনেস এম সাদেক আহমেদ। অনুষ্ঠানে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক এ কাইয়ুম চৌধুরী।

ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক বলেছেন, শেয়ারবাজারের ভবিষ্যৎ বিনিয়োগকারী হবেন আজকের শিক্ষার্থীরা। তাই, ছাত্রজীবন থেকেই শেয়ারবাজার এবং এর কার্যক্রম সম্পর্কে জানা ও গবেষণা করা প্রয়োজন। শিক্ষার্থীরা নিয়মিত এই ধরনের পরিদর্শন অব্যাহত রাখবে ও নিজেকে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করে দেশের উন্নয়নে ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের শেয়াবাজারে বর্তমানে প্রচলিত প্রোডাক্ট বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করেন। এছাড়াও, আর্থিক পরিকল্পনা, ঝুঁকি এবং শেয়াবাজারের সাথে সম্পর্কিত রিটার্ন সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শেয়ারবাজার সম্পর্কে সামগ্রিক ধারণা দেন ও প্রায়োগিক পরিচালনা বিষয়ে অবহিত করেন এম সাদেক আহমেদ। এরপর সিআরও এবং বিভাগীয় প্রধানরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পূর্ববর্তী নিবন্ধসিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বাড়লো
পরবর্তী নিবন্ধজুলাইয়ে বিও হিসাব সোয়া লাখ কমেছে