নিউজ ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ আগস্ট) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে আজ যে পরিমাণ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে তার অর্ধেকের দর বেড়েছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.১৩ পয়েন্ট কমে ছয় হাজার ৩২৯.৮৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৮৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭২.৯৩ পয়েন্টে এবং দুই হাজার ১৫২.৫২ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির বা ১৮.৮৬ শতাংশের। এছাড়া দর কমেছে ৯৮টির বা ২৯.৩৪ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৭৩টির বা ৫১.৮০ শতাংশের।
আজ ডিএসইতে ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫৩ কোটি ৪২ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৯.৬৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলো মধ্যে সিএসসিএক্স ১৮.৮৫ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.৬৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৪.৫৩ পয়েন্ট এবং সিএসআই ১.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৭২.৩১ পয়েন্টে, এক হাজার ৩১১.৪৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৭.৪৪ পয়েন্টে এবং ১ হাজার ১৭২.৩১ পয়েন্টে।
সিএসইতে আজ ১৭০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩১টির, কমেছে ৬৭টির এবং ৭২টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে মোট ১৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।