শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়

নিউজ ডেস্ক : বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া কোনোভাবেই এদেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই ভবনে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনিষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ হাসান বাবু বলেন, শেয়ারবাজার এখন একটু উন্নয়নের পিছনের দিকে রয়েছে। তবে আমরা যদি সততা নিয়ে কাজ করি তাহলে শেয়ারবাজার দাঁড়িয়ে যাবে। এক্ষেত্রে শেয়ারবাজারকে লিডারশিপ নিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সাহসীকতা লিডারশিপে যদি আপনারা সততা নিয়ে পাশে থাকেন তাহলে আমরা উন্নয়নের জন্য সামনের দিকে এগিয়ে যাবো।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী: বন্ধ থাকবে শেয়ারবাজার