নিউজ ডেস্ক: সোনালী ব্যাংক স্টাফ কলেজ, ঢাকা কর্তৃক আয়োজিত পাঁচ সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন কোর্স ফর নিউলি অ্যাপয়েন্টেড সিনিয়র অফিসার অ্যান্ড ইক্যুইভ্যালেন্ট/অফিসার অ্যান্ড ইক্যুইভ্যালেন্ট’ শীর্ষক বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
১৯ আগস্ট, শনিবার সোনালী ব্যাংক স্টাফ কলেজের প্রিন্সিপাল (জেনারেল ম্যানেজার) সাহিদা খানমের সভাপতিত্বে স্টাফ কলেজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। অনুষ্ঠানে স্টাফ কলেজের অন্যান্য নির্বাহী, ফ্যাকাল্টি মেম্বার ও ১৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্টাফ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।