নিজস্ব প্রতিবেদক : ১৩ বছর আগে গ্যাস সংযোগের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আবেদন করেও গ্যাস না পাওয়ার অভিযোগ করেছে আকিজ গ্রুপ। দীর্ঘ সময়ের মধ্যে তিতাসের কর্মকর্তাদের কথায় দুবার ব্যাংক গ্যারান্টি এক্সটেন্ড করেছে। চারবার সিকিউরিটি মানি রিভাইজ করেছে গ্রুপটি। সংযোগ পেতে তিতাসের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাদের দরজায় ঘুরেছেন বহুবার।
এ ভোগান্তি শোনার পরই সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী সদস্য ও অতিরিক্ত সচিব অভিজিৎ চৌধুরী।
শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিতাস গ্যাস কোম্পানি ও বিডার কর্মকর্তাদের সামনে এ তথ্য তুলে ধরেন আকিজ গ্রুপের পরিচালক শেখ আমিন উদ্দিন মিলন।
‘স্টেকহোল্ডার কনসালটেশন উইথ চাইনিজ ইনভেস্টরস: চ্যালেঞ্জেস, এক্সপেকটেশনস অ্যান্ড প্রসপেক্টস’ শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
আকিজ গ্রুপের পরিচালক শেখ আমিন উদ্দিন মিলন বলেন, ১৩ বছর আগে আকিজ সিএনজি প্ল্যান্ট স্থাপন করে গ্যাস সংযোগের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আবেদন করে। গ্যাস পায়নি। টাঙ্গাইলে আকিজ সিএনজি প্ল্যান্টে এক মিলিয়ন ডলার বিনিয়োগ করেছি আমরা। এরই মধ্যে প্ল্যান্টের মেশিনারি আমদানি করে সেট-আপ করা হয়েছে। এখন গ্যাস সংযোগ না পাওয়ায় তা চালু করতে পারছি না।
তিতাসের ডিজিএম স্বাগতম কুমার শাহা বলেন, বিনিয়োগের জন্য শিল্পে গ্যাস সংযোগ পাওয়া খুবই জরুরি। কিন্তু গ্যাসের চাহিদা অনুযায়ী আমাদের সরবরাহ সংকট রয়েছে। পেট্রোবাংলা সংকট দূর করতে এলএনজি আমদানি ও এলএনজি টার্মিনাল স্থাপনের চেষ্টা করছে। স্বল্প সময়ের মধ্যেই আমরা গ্যাস সংযোগ দেওয়া শুরু করতে পারবো।
বিডার ডিরেক্টর জেনারেল শাহ মোহাম্মদ মাহবুব বলেন, সবার জন্য আমাদের সহযোগিতা থাকবে। আজ আমরা জানতে পেরেছি আকিজ গ্রুপের এক প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে কারখানায় গ্যাস পাচ্ছে না। এ অনুষ্ঠানে এসে জানতে পেরেছি। তিনি আকিজ গ্রুপের পরিচালককে বলেন, কাল বিডাতে আপনি আসেন। আপনার বিষয়টি নিয়ে আমরা কাজ করবো। আমরা কাল থেকেই তাদের সমস্যা সমাধানে কাজ করবো।
বিদেশি উদ্যোক্তার জমি কেনা বা লিজ সমস্যার কথা বলেন এক বিদেশি বিনিয়োগকারী। এর জবাবে মাহবুব বলেন, লিজ বা জমি কেনার সমাধান আমার কাছে নেই। জমি কেনার জন্য বেজার অর্থনৈতিক অঞ্চল ও বেপজার এক্সপোর্ট প্রসেসিং জোন, বিসিকের শিল্প নগরী কিংবা হাইটেক পার্ক অথরিটিকে বেছে নিতে পারেন। জমি কেনায় জটিলতা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি কর্মকর্তার সহায়তা নিতে পারেন। ভূমি মন্ত্রণালয় ভূমি আইনকে সহজতর করতে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী বলেন, বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন করার পর জমি কেনা, গ্যাস-বিদ্যুৎ সংযোগ পাওয়াসহ ট্যাক্স, কাস্টমসে সমস্যা হতে পারে। সমস্যা সমাধানের জন্য আমরা আফটার কেয়ার সার্ভিস চালু করেছি। আফটার কেয়ারের মাধ্যমে বিএসআরএম ও লাফার্জ সিমেন্টসহ বিভিন্ন কোম্পানির অনেক সমস্যা সমাধান করেছি।
বিসিসিসিআই সাধারণ সম্পাদক আল মামুন মৃধা বলেন, ২০১৯ সাল পর্যন্ত চীন বাংলাদেশে একক সর্বোচ্চ বিনিয়োগকারী ছিল। করোনাকালে প্রায় তিন বছর চীনের সঙ্গে আমাদের ব্যবসায় কিছুটা বিঘ্ন ঘটেছে। বিনিয়োগ ব্যাহত হয়। চলতি বছর থেকে আবারও চীনের বিনিয়োগ বাড়তে শুরু করেছে। আমাদের রিজার্ভ সংকটকালে চীনের বিনিয়োগ ভালো সহযোগী হিসেবে কাজ করবে। দেশের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় একটি স্পেশাল চীনা ইকোনোমিক জোন হচ্ছে। চীনের বড় বড় প্রকল্পে বিনিয়োগের ফলে আমরা টেকনোলজির বিষয়েও অভিজ্ঞতা লাভ করছি।