নিউজ ডেস্ক : গত ১৫ বছরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় কী কী উন্নয়ন করেছেন তা শুনতে গণভবনে তাদেরকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের উন্নয়নবার্তা তৃণমূলে পৌঁছে দিবেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিবেন তিনি এমনটা জানিয়েছেন প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সারাদেশ থেকে প্রায় আট হাজার জনপ্রতিনিধি এখন প্রধানমন্ত্রীর গণভবনে। জনপ্রতিনিধিদের উপস্থিতি রুপ নিয়েছে মিলনমেলায়।
স্থানীয় সরকার দিবস উপলক্ষে সকাল ১১টায় সারাদেশের জনপ্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, জনপ্রতিনিধিরা গত ১৫ বছরে নিজ নিজ এলাকায় কী ধরনের উন্নয়ন কাজ করেছেন তা তাদের কাছ থেকে শুনবেন এবং সারাদেশে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিবেন প্রধানমন্ত্রী।
সকাল ৮টা থেকে লাইনে দাঁড়ান তৃণমূল জনপ্রতিনিধিরা। ৯টায় গণভবনের ভেতরে প্রবেশ শুরু করেন তারা। গণভবনের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করেন ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদ চেয়ারম্যান ও সিটি করপোরেশন ও পৌরসভার চেয়ারম্যানগণ। আজকের বৈঠক থেকে প্রধানমন্ত্রী আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর পাশাপাশি তৃণমুলে কাজ করার নির্দেশনা দিবেন বলে মনে করেন জনপ্রতিনিধিরা।
আরও পড়ুন: প্রয়াত এমপি কুদ্দুসের মেয়ে মুক্তিকে একক প্রার্থীর সুপারিশ
সারাদেশের প্রায় আট হাজার স্থানীয় সরকার জনপ্রতিনিধি এখন ঢাকায়। স্থানীয় সরকার দিবসে গণভবনে প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করতেই এ আয়োজন করেছেন। সারাদেশ থেকে আগত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে জেলা পরিষদ চেয়ারম্যান সিটি করপোরেশনের মেয়রগণও এসেছেন সরকার প্রধানের আমন্ত্রণে। দিনটি যেন তাদের কাছে মিলনমেলার মতোই মনে হচ্ছে জানান তারা।
বৈঠকে জনপ্রতিনিধিদের জবাবদিহিতার পাশাপাশি সরকারের মেগা প্রকল্পসমূহের ইতিবাচক বার্তা মাঠপর্যায়ে তুলে ধরার নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী এমনটিই জানান জনপ্রতিনিধিরা।
এছাড়া সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি বিদেশি যে চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু হয়েছে তা প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিনিধিদের সজাগ থাকার ও নির্দেশনা দিবেন শেখ হাসিনা এটাও মনে করেন তারা।
স্থানীয় সরকারের প্রতিনিধিরা জানান, জাতীয় নির্বাচনের আগে গণভবনে এ ধরনের জনপ্রতিনিধিদের সমাবেশ গুরুত্বপূর্ণ।