বিলাসবহুল ৪৯৮টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

বাগেরহাট প্রতিনিধি : ৪৯৮টি বিলাসবহুল জাপানি গাড়ি নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘এমভি লোটাস লিডার’।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

দুপুরের পর আমদানিকৃত এসব গাড়ির খালাস কাজ শুরু হয়েছে।
এর আগে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে জাপানি ব্রান্ডের এসব গাড়ি নিয়ে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটিতে এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্যারাডো ও মিনিবাসসহ বিভিন্ন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এন ওয়াই কে’র কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মোংলা বন্দরে আমদানিকৃত ৪৯৮টি গাড়ির খালাস দুপুরে শুরু হয়েছে। এসব গাড়ি খালাস হওয়ার পর ২৭ সেপ্টেম্বর জাহাজটির মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী পপুলারলাইফ ইনস্যুরেন্স চেয়ারম্যান নির্বাচিত
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২৩