৬ কোম্পানির কারখানা পরিদর্শন ডিএসইর

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির কারখানা পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধি দল। পরিদর্শনকালে উল্লিখিত কোম্পানির কারখানাগুলোর কার্যক্রম প্রতিনিধি দল বন্ধ পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রিজেন্ট টেক্সটাইল মিলস, উসমানিয়া গ্লাস শিট, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, ফ্যামিলি টেক্স (বিডি), দুলামিয়া কটন স্পিনিং মিলস এবং নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

তথ্য মতে, কোম্পানিগুলোর মধ্যে বেশ কয়েকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালন করছে না। কোনো কোনোটি লভ্যাংশ ঘোষণা করেছে না এবং নির্ধারিত সময়ের মধ্যে তা বিনিয়োগকারীদের বিতরণ করছে না। আবার কোনো কোনো কোম্পানির উৎপাদন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কোনো কোনো কোম্পানি তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়মিত করছে না। আবার কোনো কোনো কোম্পানি যথাসময়ে গুরুত্বপূর্ণ তথ্য বিনিয়োগকারীদের জানাচ্ছে না। এসব কারণে এসব কোম্পানি পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব প্রবীণ দিবস আজ
পরবর্তী নিবন্ধউজবেক পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক