নিউজ ডেস্ক : বন্ধুপ্রতীম দেশ শ্রীলঙ্কাকে অনুদান হিসেবে বিপুল চিকিৎসা সরঞ্জাম দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই)। গতকাল বুধবার (১১ অক্টোবর) বাংলাদেশ হাইকমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার রুবন্তী দেলপিটিয়ার কাছে এসব ওষুধ হস্তান্তর করেন বিএপিআই সভাপতি নাজমুল হাসান। ইউএনবি
বেক্সিমকো ফার্মা, স্কয়ার, ইনসেপ্টা, রেনাটা, ইউনিমেড ইউনিহেলথ, হেলথকেয়ার, বিকন, একমি, সিনোভিয়া ফার্মা এবং নুভিস্তা ফার্মার মতো শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উৎপাদিত বিভিন্ন প্রয়োজনীয় ও জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহ করা হয় শ্রীলঙ্কাকে। এ সময় বিএপিআইয়ের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং হাইকমিশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দক্ষিণ এশিয়ার দুই বন্ধুপ্রতীম দেশ বাংলাদেশ ও শ্রীলঙ্কা তাদের মধ্যকার গভীর ও আন্তরিক সম্পর্ককে মূল্য দেয় এবং পরীক্ষিত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকার ২০২২ সালের মে মাসে বন্ধুপ্রতীম শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ সরবরাহ করে।