আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। স্টেট ব্যাংক অব পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, সাপ্তাহিকভিত্তিতে রিজার্ভ বেড়েছে শূন্য দশমিক ৮৮ শতাংশ। এতে কেন্দ্রীয় ব্যাংকটির রিজার্ভ দাঁড়িয়েছে ৭ দশমকি ৭ বিলিয়ন ডলারে।
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) প্রকাশিত তথ্য অনুযাযী, ১৩ অক্টোবরে শেষ হওয়া সপ্তাহে তাদের রিজার্ভ ৬৭ দশমিক ৩ মিলিয়ন বেড়ে ৭ হাজার ৭১৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বর্তমানে পাকিস্তানের বাণিজ্যিক ও কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩ বিলিয়ন ডলারে। কারণ কেন্দ্রীয় ব্যাংকের বাইরে এসব ব্যাংকের হাতে রয়েছে ৫ বিলিয়ন ডলারের সামান্য বেশি।
মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর আর্থিক সহায়তার কারণে গত কয়েক মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ বেড়েছে।
জানা গেছে, ৩ বিলিয়ন ডলার ঋণের আওতায় আইএমএফ এরই মধ্যে দেড় বিলিয়ন ডলার সরবরাহ করেছে। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আমানত হিসেবে রেখেছে ৩ বিলিয়ন ডলার।
তাছাড়া চীনের কাছে থেকেও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা পাচ্ছে অর্থনেতিক ও রাজনৈতিক সংকটে থাকা দক্ষিণ এশিয়ার দেশটি।