ঢাকার সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া শহরেরও বাসও রাস্তায় খুব একটা দেখা যাচ্ছে না। আজ শনিবার (২৮ অক্টোবর) ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-মাওয়া-কেরাণীগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ-সিলেট ও চট্টগ্রাম রুটে এ চিত্র দেখা গেছে।

এসব মহাসড়কগুলো ফাঁকা দেখা গেছে। পুলিশের তল্লাশি চৌকিতে উপযুক্ত কারণ দেখিয়ে মাঝে মধ্যে দুই একটি অটোরিকশা ও প্রাইভেটকার নগরীতে প্রবেশের অনুমতি পাচ্ছে।

এ বিষয়ে সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির কর্মসূচি ঘিরে নাশকতার শঙ্কায় মালিক শ্রমিকরা বাস বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হবে। তবে বাস বন্ধে সমিতি থেকে কোনো নির্দেশনা নেই।’

পূর্ববর্তী নিবন্ধউজরা জেয়ার সঙ্গে সালমান এফ রহমানের বৈঠক
পরবর্তী নিবন্ধআজ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী